• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গিনেস বুকে ঢাকা পরিচ্ছন্নতা অভিযান

গত ১৩ এপ্রিল ডিএসসিসির উদ্যোগে ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান' কর্মসূচি পালিত হয়েছিলো

ছবি : সংগৃহীত

জাতীয়

গিনেস বুকে ঢাকা পরিচ্ছন্নতা অভিযান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

একই ভেন্যুতে সব্বোর্চ সংখ্যক মানুষের অংশগ্রহণে ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান' এর মাধ্যমে গিনেজ রেকর্ডসে স্থান করে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ সোমবার বিষয়টির আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছিলো।

ডিএসসিসি ছাড়াও গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অংশ হয়েছে- রেকিট বেঙ্কাইজার (ডেটল), গাজী ট্যাংকস, জিটিভি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মাস্টহেড পিআর, কনটেন্ট ম্যাটারস, মেলোন্ডস ও এক্সপার্ট প্রোভাইডার্স।

ওই কর্মসূচিতে নিবন্ধিত ১৫ হাজার ৩১৩ জন নগরবাসী একযোগে ঝাড়ু দিয়েছিলো বলে দাবি ছিলো ডিএসসিসি কর্তৃপক্ষের। বিশ্বরেকর্ড গড়তে দরকার ছিল পাঁচ হাজার ৫৮ জনের অংশগ্রহণ। গিনেস রেকর্ডে এদের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে ৭ হাজার ২১ জনের নাম। যা এ পর্যন্ত বিশ্বের একক কোনও ভেনুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের একযোগে ঝাড়ু দেওয়ার কর্মসূচি হিসেবে নথিভুক্ত।

‘মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার’ স্লোগান নিয়ে ডিএসসিসি’র ওই প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির রেকর্ড উৎসর্গ করা হয়েছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, ডিএনসিসির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থা, স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি, আধাসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দলের কর্মীসহ সাধারণ নগরবাসী।

রেজিস্ট্রেশনকালে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার জন্য সবার হাতে একটি করে ঝাড়ু, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক দেওয়া হয়। ঝাড়ুর সঙ্গে একটি বারকোড ও হাতে নির্দিষ্ট যন্ত্রবিশেষ দেওয়া হয়।

গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ড্রোন, স্যাটেলাইট ও লাইভ ভিডিওসহ তাদের নিজস্ব পদ্ধতিতে উপস্থিতি গণনা করে। ওইদিন সকাল ৯টায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়তে প্রতীকী কর্মসূচি পালন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিতে ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে ওই কর্মসূচি পালন করা হয়।

নতুন এই রেকর্ড গড়তে সহায়তা করায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ওইদিন মেয়র সাঈদ খোকন বলেন, ‘এই রেকর্ডের মধ্যে দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করেছি, ঢাকাবাসী পরিষ্কার নাগরিক।’ রেকর্ড গড়ার ঝাড়ু সবাইকে বাসায় নিয়ে ইতিহাসের সাক্ষী হিসেবে তুলে রাখার অনুরোধ জানান তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে এর আগের রেকর্ড ছিলো ভারতের গুজরাটের। ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরেরে মিউনিসিপ্যাল করপোরেশন ৫ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলেছিলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads