• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

সংগৃহীত ছবি

জাতীয়

সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দেশ ছাড়ার পর যে বই লিখেছেন তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সবচেয়ে বড় কথা হল, বিচারপতি সিনহা যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।

তিনি বলেন, উনি প্রধান বিচারপতি থাকার সময় উনার সহকর্মীদের সম্পর্কে কটূ মন্তব্য বা বাজে কথা বলে নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।

মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় প্রধান বিচারপতি সিনহার সঙ্গে কেন বসতে চাননি- তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে।

সম্প্রতি ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামে একটি বই প্রকাশ করেন সিনহা। ওই বইয়ে তিনি দাবি করেছেন, তিনি ‘হুমকির মুখে’ দেশ ছেড়েছেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads