• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

সংরক্ষিত ছবি

জাতীয়

ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল বাংলাদেশের খবরকে তিনি বলেন, আমাদের এ বছরের নিষেধাজ্ঞা সফল করতে তদারকি ব্যবস্থা আগের থেকে যথেষ্ট জোরদার রয়েছে। কেউ সেটা অমান্য করলে তাকে ধরা হচ্ছে, জেলও দেওয়া হচ্ছে। জরিমানাও হচ্ছে বিক্রি বা বিতরণের কারণে।

তিনি বলেন, এ বছরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর রয়েছে। বর্তমানে কোস্টগার্ড নৌপুলিশ, নৌবাহিনী, র্যাবসহ সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট ইউএনওর সঙ্গে আমাদের কর্মকর্তারা রয়েছে। তারা সকলে সারা দেশের প্রত্যন্ত এলাকায় কাজ করছে। এ ছাড়া ঢাকা থেকে ঊর্ধ্বতন ৬০ জন কর্মকর্তা ইলিশ প্রজনন এলাকায় পাঠানো হয়েছে এসব কার্যক্রম সমন্বয়ে।

তিনি বলেন, তার পরও যদি কোনো প্রকার সমস্যা হয়, সেটা খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত এর সমাধান করা হবে। ইলিশের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, যে কেউ সুনির্দিষ্টভাবে এ ধরনের অপরাধের তথ্য দিতে পারে। সে বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads