• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মিলারের নিয়োগ অনুমোদন

বাংলাদেশে মার্কিন দূত হিসেবে মিলারের অনুমোদন

সংগৃহীত ছবি

জাতীয়

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মিলারের নিয়োগ অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারের নিয়োগ নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানা গেছে। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, আইনসভার উচ্চকক্ষে সিনেটের অনুমোদন পাওয়ার ফলে আর্ল বরার্ট মিলারের নতুন দায়িত্বে যোগ দিতে এখন আর কোনো বাধা নেই। এখন মিলারকে ঢাকায় আসার আগেই আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হবে। রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার খুব শিগগিরই তার পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পেশ করে আনুষ্ঠানিক কাজ শুরু করবেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের মেয়াদ শেষ হওয়ায় তার জায়গায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুলাই নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল বরার্ট মিলারের নাম ঘোষণা করেন।

মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দফতরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে। আর ২০১৪ সাল থেকে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ২০১১-২০১৪ সাল পর্যন্ত কনসাল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লি (২০০৮-২০১১), ইরাকের বাগদাদ (২০০৭-২০০৮) এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-২০০৭) যুক্তরাষ্ট্রের পক্ষে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-২০০৩) ও এল সালভেদরের মার্কিন দূতাবাসেও দায়িত্ব পালন করেছেন।

সাহস এবং সাফল্যের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার স্টেট ডিপার্টমেন্টের ‘হিরোইজম’সহ একাধিক পদক পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনাইটেড স্টেট মেরিন কর্প কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে শিক্ষা লাভ করেন। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন। এ সময় তিনি ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads