• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আইয়ুব বাচ্চু : র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

ছবি : সংগৃহীত

জাতীয়

মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আইয়ুব বাচ্চু : র‌্যাব ডিজি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আইয়ুব বাচ্চু কনসার্টে সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। একটা সুন্দর সমাজ গঠনে তার ভক্তদের বলব, আসুন তার সম্মানে স্থায়ীভাবে মাদক না বলুন।

গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বেনজীর বলেন, আইয়ুব বাচ্চু কখনো নিজেকে সঙ্গীতশিল্পী বলেননি। তিনি নিজেকে মিউজিসিয়ান বলতেন। সত্যি তো তাই মিউজিক এর প্রতিটি অঙ্গনে তার অবদান রয়েছে। তিনি খুব সংগ্রাম করে বড় হয়েছেন। চাইলে তিনি বখে যেতে পারতেন। কিন্তু বখে যাননি। আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads