• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মায়ের কবরের পাশে চিরনিদ্রায় আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু

সংগৃহীত ছবি

জাতীয়

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় আইয়ুব বাচ্চু

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি ও ‘গিটারের জাদুকর’ আইয়ুব বাচ্চু। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চৈতন্য গলির কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে শনিবার সকাল পৌনে ১১টায় ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হয়।

এরপর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ব মাদারবাড়িতে তার নানা বাড়িতে রাখা হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইয়ুব বাচ্চুর ছেলে আনাফ তাজোয়ার আইয়ুব। বাচ্চুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাবা দেশ ও দেশের মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। সংগীতের মাধ্যমে এ ভালাবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি। আমার বাবা অজানাবশত কোন দোষত্রুটি করে থাকেন তাহলে সবাই ক্ষমা করে দেবেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

দুপুর ৩টার পর নিয়ে যাওয়া হয় জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে। সেখানে হাজার হাজার ভক্তের শ্রদ্ধায় সিক্ত হন তিনি। ‘কিংবদন্তির মৃত্যু নেই’ লেখা কালো একটি কাপড়ে মোড়া ছিল তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। কফিন অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর প্রিয় তারকাকে এক নজর দেখতে ভক্তদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের। আইয়ুব বাচ্চুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাজার হাজার ভক্ত। তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সিটি মেয়র আজম নাছির উদ্দিন, মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, আইয়ুব বাচ্চুর বাবা মো ইসহাক, শিল্পী পার্থ বড়ুয়াসহ অনেকে। 

এ সময় আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম আজ তার প্রিয় একটি সন্তানকে হারিয়েছে। দেশ হারিয়েছে এক কৃতি তারকাকে। চট্টগ্রামে বাড়ি করার ইচ্ছে ছিল বাচ্চুর। শেষ জীবনে ওই বাড়িতে বাবার সাথে সময় কাটানোর কথা বলেছিলেন আমাকে। পরিবার সম্মতি দিলে এ বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে আইয়ুব বাচ্চু আবক্ষ মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হবে।

গত বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইয়ু্ব বাচ্চু। ৫৬ বছর বয়সী জনপ্রিয় এই সংগীতশিল্পী ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

তার সংগীত জীবন শুরু ১৯৭৭ সালে। তার গাওয়া প্রথম গান ছিল- হারানো বিকেলের গল্প। আইয়ুব বাচ্চুর প্রথম ব্যান্ডদল ছিল ফিলিংস, ১৯৭৮ সালে এই ব্যান্ডে যোগ দেন। এরপর সোলসে যোগ দেন আইয়ুব বাচ্চু। ১৯৮০ থেকে পরবর্তী এক দশক এই ব্যান্ডে যুক্ত ছিলেন। সোলস ছাড়ার পর ১৯৯১ সালের ৫ এপ্রিল নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি। প্রথমে এলআরবির পূর্ণ অর্থ ছিল লিটল রবিনস ব্যান্ড। পরে এই নাম বদলে করা হয় লাভ রানস ব্লাইন্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads