• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নামে সড়ক

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

সংগৃহীত ছবি

জাতীয়

চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর নামে সড়ক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

দেশবরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রামে একটি সড়কের নামকরণ করা হবে বলে জানালেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেই সঙ্গে চট্টগ্রামের মুসলিম হল ইনস্টিটিউটের একটি অংশের নাম আইয়ুব বাচ্চুর নামে করার ইচ্ছে পোষণ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের সম্পদ আমাদের আইয়ুব বাচ্চু। সমগ্র দেশের গর্ব। তিনি আমৃত্যু তরুণদের ভালোপথে ঢেকেছেন। গান গেয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেকে উপস্থাপন করেছেন। দেশকে অনেক কিছুই দিয়েছেন তিনি। এবার আমরা কিছুটা হলেও তাকে দেয়ার চেষ্টা করবো।’

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে হবে আইয়ুব বাচ্চু কর্ণার। সেখানে থাকবে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত ৬০টি গিটার ও তার জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি সম্ভার। এ কর্ণারের মাধ্যমে বাচ্চুকে তরুণ প্রজন্মের কাছে সুন্দর ও নান্দনিকভাবে উপস্থাপনার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এর আগে মেয়র আ জ ম নাছির উদ্দিন শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর মরদেহ পৌঁছানোর পর তা গ্রহণ করেন। 

আজ বাদ আসর এখানে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে আইয়ুব বাচ্চুর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের মাঠে এই শিল্পীর মরদেহ রাখা হয়েছে। দুপুর থেকে এখানে তার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। এখানে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। জানাজার পর শহরের চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার সকালে না-ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads