• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চবি শিক্ষক মাইদুলের মুক্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক মাইদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে

ছবি: সংগৃহীত

জাতীয়

চবি শিক্ষক মাইদুলের মুক্তি

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

এক মাস ছয় দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক মাইদুল ইসলাম।ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় উচ্চ আদালত তাকে ছয় মাসের জামিন দিয়েছেন।জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার সকালে মাইদুল ইসলামকে মুক্তি দেয় চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ।

চট্টগ্রামের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সোমবার রাতে মাইদুলের জামিনের আদেশের কপি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই শেষে চবি শিক্ষক মাইদুল ইসলামকে মঙ্গলবার সকালে মুক্তি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়াজ। এরপর উচ্চ আদালত থেকে তিনি আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পন করেন তিনি। এ সময় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাকে ২৫ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করে। উচ্চ আদালত গত ৯ অক্টোবর এ মামলায় তাকে ছয় মাসের জামিন দেয়। ২০ দিন পর জামিনের আদেশ সোমবার রাতে কারাগারে এসে পৌঁছে। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার মাইদুল ইসলামকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads