• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঢাকা সিএমএইচে গুরুতর অসুস্থ তারামন বিবি

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি

সংগৃহীত ছবি

জাতীয়

ঢাকা সিএমএইচে গুরুতর অসুস্থ তারামন বিবি

  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

উন্নত চিকিৎসার জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবিকে হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেললে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ঢাকা সিএমএইচে ভর্তির পরামর্শ দেন। ময়মনসিংহ সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এবং তারামন বিবির ছেলে আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক ও চিকিৎসক সূত্র জানিয়েছে, তারামন বিবি গত কয়েক দিন যাবৎ নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ সিএমএইচে নেওয়া হয় গতকাল সকাল ৯টায়।

তারামন বিবির ছেলে আবু তাহের জানান, রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত বাড়িতে এসে চিকিৎসা দেওয়া হতো। কিন্তু বুধবার রাতে তার মায়ের শরীরের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ময়মনসিংহ সিএমএইচ থেকে বেরুনোর সময় তিনি বলেন, আমার মায়ের আগের অন্যান্য সমস্যা ছাড়াও আজ (গতকাল) স্বাস্থ্য পরীক্ষায় উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়েছে। আমি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, হঠাৎ তারামন বিবির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সঙ্গে কাশিও অনেক বেড়েছে। এ ছাড়া তিনি বৃহস্পতিবার সকাল থেকে কথা বলতে পারছেন না।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, আমি প্রতিনিয়ত তার খোঁজখবর রাখছি, এমনকি ময়মনসিংহ জেলা প্রশাসককেও তার অসুস্থতার বিষয়টি অবহিত করেছি।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, বীরপ্রতীক তারামন বিবিকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। পরে সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে আর্মি অ্যাভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, বীরপ্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোবহান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads