• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশের ট্রানজিট ক্যাম্প

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ

সংগৃহীত ছবি

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশের ট্রানজিট ক্যাম্প

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পক্ষ থেকে টেকনাফের কেরুনতলী ও বান্দরবানের ঘুমধুমের দুটি ট্রানজিট ক্যাম্প প্রস্তুত করা হয়েছে। প্রথম দফায় প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে এ দুটি ট্রানজিট ক্যাম্পের যেকোনো একটিকে বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রথমে ট্রানজিট ক্যাম্পে নেওয়ার পর মিয়ানমারের প্রতিনিধিরা তাদের স্বদেশে স্বাগত জানাবেন। এভাবেই আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একটি দল মিয়ানমারে ফিরে যাওয়ার আশা করা হচ্ছে।

বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্য মো. আবুল কালাম বলেন, সরকার হয়তো আনুষ্ঠানিকভাবে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রত্যাবাসনের সঙ্গে যেহেতু মিয়ানমার সম্পৃক্ত তাই সময় নির্দিষ্ট করার বিষয়টি উভয় দেশের সম্মতির ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

আবুল কালাম আরো জানান, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে স্থান নির্বাচন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম অথবা টেকনাফ উপজেলার কেরুনতলী ট্রানজিট ক্যাম্প রয়েছে। প্রথম দফায় প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে এ দুটি ট্রানজিট ক্যাম্পের যেকোনো একটিকে বেছে নেওয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রথমে ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। এরপর মিয়ানমারের প্রতিনিধিরা তাদের স্বদেশে স্বাগত জানাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম দফায় ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এ জন্য রোহিঙ্গাদের মধ্য থেকে ৪৮৫টি পরিবারকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত পরিবারের সদস্যদের তালিকা মিয়ানমারের কাছে পাঠানো হয়েছে। মিয়ানমারের পক্ষ থেকে তাদের শনাক্তকরণের কাজও শেষ। এখন বাকি শুধু প্রত্যাবাসনের আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটি ঐকমত্যে পৌঁছেছে। সম্প্রতি দুই দেশের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফলে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একটি দল মিয়ানমারে ফিরে যেতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads