• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
উৎসবের আবাহনে নবান্ন বরণ

উৎসবের আবাহনে নবান্ন বরণ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

উৎসবের আবাহনে নবান্ন বরণ

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

শিশিরভেজা সকালে কুয়াশা ভেদ করে ওঠা পুব আকাশের সূর্যই জানান দেয় দিনটি উৎসবের। হালকা শীত আর কুয়াশামাখা ভোর নিয়ে গতকাল দেশে হাজির হয়েছে অগ্রহায়ণ। ঐতিহ্য অনুসারে দিনটি নবান্নের। নতুন অন্নের উৎসবের। নবান্নকে হেমন্তের প্রাণ বলা হয়। কার্তিক-অগ্রহায়ণ মাস মিলে হেমন্তকালের ব্যাপ্তি হলেও অগ্রহায়ণে পূর্ণতা পায় হেমন্ত। সারা দেশেই আমন ধান কাটার উৎসব শুরু হয়। কৃষকের ঘরে ওঠে রাশি রাশি সোনার ধান। নতুন ফসলে ভরা কৃষকের ঘরে তৈরি হয় পিঠা, পায়েস। উৎসবের আমেজে কৃষাণ কৃষাণী ব্যস্ত সময় পার করেন ফসল প্রক্রিয়াজাতের জন্য। গ্রামের মতো শহুরে জীবনেও আজকাল পালিত হয় নবান্ন। গতকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশেই শহরাঞ্চলে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় নবান্ন উৎসব।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় উৎসবটি শুরু হয়। আজ শুক্রবার ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পষর্দের’ জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা নামবে বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক ‘নবান্ন উৎসবের’।

উৎসবের প্রথম দিন সকাল ৭টা ১ মিনিটে থেকে শুরু হয়ে চারুকলার বকুলতলায় গান, কবিতা, নৃত্য ও বাঁশির সুরে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে উদ্বোধন করা হয় এ উৎসবের। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত এ উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সাংবাদিক, কবি শুভ রহমানকে। উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও উৎসবের সহযোগী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম প্রমুখ। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। সকাল থেকে নবান্ন উৎসবে যোগ দিয়েছেন  বিভিন্ন বয়সের মানুষ। উদ্বোধনের পর দেশীয় বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে নজরুল ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর  বকুলতলা থেকে শুরু হয় নবান্ন শোভাযাত্রা।

এবারের উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনার আয়োজন থাকবে। এ ছাড়া থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্নের শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এ সময় মঞ্চে ২২টি শিশু সংগঠনের পরিবেশনা অনুষ্ঠিত হবে এবং প্রাঙ্গণে শিশুরা দিনভর নবান্নের চিত্রাঙ্কনে অংশ নেবে। সম্প্রতি জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কনের প্রায় চারশ ছবির দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর শিশুদের অঙ্কিত ছবি নিয়ে প্রকাশিত হবে পোস্টকার্ড। দু’দিনের উৎসবে ৬৮টি সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় এক হাজার ২০০ শিল্পীসঙ্গীত, নৃত্য, আবৃত্তি শিল্পী তাদের শিল্প পরিবেশন করবেন।

পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম জানান, বিকালে থাকবে সাংস্কৃতিক পর্ব। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় শুরু হয়ে সাংস্কৃতিক পর্ব চলবে রাত ৯টা পর্যন্ত। এবার ৬৮টি সাংস্কৃতিক সংগঠনের এক হাজার ২শ শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads