• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রোহিঙ্গাদের

রোহিঙ্গাদের সঙ্গে প্রধানমন্ত্রী

সংরক্ষিত ছবি

জাতীয়

প্রত্যাবাসন স্থগিত

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রোহিঙ্গাদের

  • টেকনাফ ও উখিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

প্রত্যাবাসন প্রক্রিয়া আপাতত স্থগিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে রোহিঙ্গারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন ক্যাম্পে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ মোনাজাতসহ আনন্দ মিছিলও করে তারা। তবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ফের এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী, জামতলি, টেকনাফের উনছিপ্রাং, নয়াপাড়া শালবাগানসহ বিভিন্ন কাম্পে জুমার নামাজের পর রোহিঙ্গারা আনন্দ মিছিল করে। ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন না করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা। সে সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানায় তারা। তার আগে জুমার নামাজে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াও করা হয়।

জামতলি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আরাকান রোহিঙ্গা সোসাইটির নেতা ছৈয়দ উল্লাহ বলেন, মিয়ানমারে এখনো ফেরার পরিবেশ তৈরি হয়নি। গণহত্যার বিচার হয়নি। এখনো রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। এ অবস্থায় আমাদের জোর করে না ফেরানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

এ প্রসঙ্গে ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) আবুল কালাম বলেন, টেকনাফের কেরণতলী ও ঘুমধুমে দুটি প্রত্যাবাসন সেন্টার প্রস্তুত রাখা হয়। কিন্তু রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী হয়নি। তাই জোর করে তাদের ফেরত পাঠাতে হয়।

এদিকে প্রত্যাবাসন বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মন্নান বলেছেন, রোহিঙ্গাদের বিরোধিতার মুখে প্রত্যাবাসন আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী সপ্তাহে তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads