• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে আ.লীগের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন

নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

নরসিংদীতে আ.লীগের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নিলক্ষায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক এসএসসি পরীক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে জেলা আওয়ামী লীগ।

আজ বিকাল চারটায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু।

সংবাদ সম্মেলনে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলন সংঘর্ষের ঘটনার দলীয় অবস্থান তুলে ধরা হবে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads