• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সচেতন থাকার আহ্বান

বিশ্ব এইডস দিবস

ছবি : সংরক্ষিত

জাতীয়

সচেতন থাকার আহ্বান

বিশ্ব এইডস দিবস পালিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

নিজে সচেতন থাকা ও অন্যকে সচেতন করার আহ্বানসহ নানা কর্মসূচিতে গতকাল শনিবার ঢাকাসহ সারা দেশে পালিত হয় বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন’-এর সঙ্গে মিল রেখে আয়োজিত হয় কর্মসূচিগুলো।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় এইডস/এসডিটি কর্মসূচির উদ্যোগে আয়োজন করা হয় কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠানের। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে প্রধান অতিথির বক্তব্যে দেশ থেকে এইডস/এইচআইভি নির্মূলের দৃঢ় প্রত্যয় করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় ইতোমধ্যে ধনুষ্টংকার ও পোলিওসহ বেশ কয়েকটি রোগ নির্মূল করা হয়েছে দেশ থেকে। ২০৩০ সাল নাগাদ এইচআইভি/এইডস নির্মূলের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশ তা অবশ্যই অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে দেশের এইচআইভি/এইডসের সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করেন জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম।

তিনি জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত দেশে ৮৬৯ জন নতুন এইচআইভি

সচেতন থাকার আহ্বান সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর এ সময়ে মারা গেছেন ১৪৮ জন। দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হন ১৯৮৯ সালে। তারপর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৫৫ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২২ জন। দেশে এইচআইভি সংক্রমিত মানুষ আছে ১৩ হাজারের মতো।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমবিডিসি) অধ্যাপক ডা. শামিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে জাতীয় সংসদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও এনজিওকর্মীরা অংশ নেন।

অন্যদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে গতকাল সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বটতলা থেকে ‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন’ প্রতিপাদ্য নিয়ে জনসচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এর উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় বিএসএমএমইউর শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ১৯৮৯ সালে এ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগে বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত করা হয় এবং তা অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads