• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
২০১৯ সালের হজ চুক্তি ১৩ ডিসেম্বর

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

সংরক্ষিত ছবি

জাতীয়

২০১৯ সালের হজ চুক্তি ১৩ ডিসেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল যাচ্ছে সৌদি আরবে। আগামী বছরের (২০১৯) হজ চুক্তির জন্য প্রতিনিধি দলটি ১১ ডিসেম্বর রওনা হবে। ১৩ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন করা হবে।

ধর্ম সচিব আনিছুর রহমান জানান, ২০১৯ সালের হজ পালনের জন্য চুক্তি এবার এক মাস আগে হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর রিয়াদ অথবা জেদ্দায় এ চুক্তি হবে। তিনি বলেন, ২০১৯ সালের হজ নীতিমালা প্রায় চূড়ান্ত। জানুয়ারিতে এ নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে।

পাঁচ সদস্যের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সায়িদ ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন তাসলিম। এ ছাড়া, তাদের সফরসঙ্গী হচ্ছেন ধর্মমন্ত্রীর স্ত্রী বেগম নুরুন্নাহার, মেয়ে ফাতেমা তুজ জোহরা, সচিবের স্ত্রী সালমা সুলতানা ও যুগ্ম সচিবের (হজ) স্ত্রী কাজী উম্মে সালমা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads