• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ প্রকাশ

নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদশি পর্যটক তানিয়া ফস্টার

ছবি: সংগৃহীত

জাতীয়

নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার।

রবিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওয়াতাধীন বেশ কয়েকজন বিদেশি নাগরিক।

একাদশ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কানাডা, ভারত, নেপাল ও স্থানীয় পর্যবেক্ষকরা বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে সন্তুষ্ট প্রকাশ করেন।

কানাডা থেকে আসা পর্যবেক্ষক তানিয়া ফস্টার রবিবার সকালে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, আমরা এখন পর্যন্ত ৫টি কেন্দ্র ঘুরে দেখেছি। এখানকার পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজার্ডিং অফিসার সবাই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বাংলাদেশের একাদশ নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।

ভারত থেকে আসা আরেক পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেছেন, অসাধারণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে সবকিছু শান্তিপূর্ণ মনে হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads