• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
২০৩২ সালে বাংলাদেশ হবে ২৪তম শীর্ষ অর্থনীতির দেশ

২০৩২ সালে বাংলাদেশ হবে ২৪তম শীর্ষ অর্থনীতির দেশ

প্রতীকী ছবি

জাতীয়

২০৩২ সালে বাংলাদেশ হবে ২৪তম শীর্ষ অর্থনীতির দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

লন্ডনভিত্তিক সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) বলছে, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আগামী ২০৩২ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম শীর্ষ অর্থনীতির দেশ। প্রণীত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি)-২০১৯’ শীর্ষক তালিকার বরাত দিয়ে বাংলাদেশের এই অর্জনের খবর জানিয়েছে আন্তর্জাতিক এ গবেষণা সংস্থা।

ডব্লিউইএলটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ বছর অর্থাৎ ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫টি শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় স্থান করে নেবে। আর এই তালিকায় চলতি বছরে বাংলাদেশের অবস্থান হবে ৪১তম। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির চলমান গতিতে বাংলাদেশ বেশ দ্রুতই ওপরের দিকে উঠে আসবে। যার কারণে আগামী ২০৩২ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৪তম শীর্ষ অর্থনীতির দেশ।

শুধু তাই নয়, সিইবিআর এও বলেছে, ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বের ৩৬ এবং ২০২৮ সালে ২৭তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। এসব তথ্য দিয়ে বৈশ্বিক আর্থিক গবেষণা সংস্থা সিইবিআর তার ‘ডব্লিউইএলটি’ নামে যে তালিকা প্রণয়ন করতে যাচ্ছে, তাতে বাংলাদেশের এসব অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। এদিকে চীন ২০৩২ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে বলেও সিইবিআর বিশ্ব অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য পূর্বাভাস দিয়েছে এই তালিকায়। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক আকার ও গতিপ্রকৃতি বিশ্লেষণ করে আগামী ১৫ বছরে বৈশ্বিক অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন আসবে, মূলত তারই একাট পূর্বাভাস দেওয়া হবে ডব্লিউইএলটি সূচকে। পূর্বাভাসে সিইবিআর বলছে, আগামী বছরগুলোয় এশিয়ার অনেক দেশেই অর্থনৈতিক উত্থান ঘটবে, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। এক্ষেত্রে প্রবাসী আয়কে ঠিকভাবে কাজে লাগাতে পারলে, এই উত্থানের গতি আরো বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরো বলছে, বৈশ্বিক অর্থনীতির গতি পরিবর্তনের উল্লেখযোগ্য দুটি উদাহরণ হচ্ছে, ২০৩২ সালে বাংলাদেশ যেমন ২৫টি শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় উঠে আসবে, তেমনি পাকিস্তান এ তালিকায় ২৭তম স্থানে থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads