• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সৈয়দ আশরাফের জন্য দোয়া মাহফিল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

সৈয়দ আশরাফের জন্য দোয়া মাহফিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি গতকাল মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে তার পবিত্র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্য শহীদদের এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মাহফিলে রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং গত সোমবার শপথ নেয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের সাফল্য কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কুলখানিতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, বিচারক, পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা যোগ দেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রয়াতের পরিবার যৌথভাবে এ মিলাদ মাহফিলের আয়োজন করে। এ আয়োজনে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এতে অংশ নেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মনি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

দোয়া অনুষ্ঠানের শুরুতে পরিবারের পক্ষ থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, সৈয়দ আশরাফের জন্য যে ভালোবাসা দেশের জনগণ দেখিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার ভাইয়ের যেন বেহেস্ত নসিব হয়। তিনি বলেন, ঢাকা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অনুষ্ঠিত জানাজার নামাজগুলোতে আপনারা সৈয়দ আশরাফের জন্য যে আবেগ দেখিয়েছেন; তার জন্য পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম গত শুক্রবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন শনিবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা আহমেদ মারা যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। এ অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নৌকা  প্রতীকে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফ।

১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। দশম জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি। এর আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads