• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

গণতন্ত্র সূচক

প্রতীকী ছবি

জাতীয়

গণতন্ত্র সূচক

চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে দেশে-বিদেশে নেতিবাচক সমালোচনার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য সুখবর নিয়ে এসেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। প্রতিষ্ঠানটির করা ২০১৮ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থানের চার ধাপ উন্নতি হয়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পাঁচটি মানদণ্ডে ২০১৮ সালের পরিস্থিতি বিচার করে এই সূচকের যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে ৫ দশমিক ৫৭ স্কোর নিয়ে বাংলাদেশ ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৮৮তম অবস্থানে রয়েছে।

নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্র্রহণ, রাজনৈতিক সংস্কৃত এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে ১০ ভিত্তিক এই সূচক তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

সব সূচক মিলিয়ে কোনো দেশের গড় স্কোর ৮ এর বেশি হলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে। স্কোর ৬ থেকে ৮ এর মধ্যে হলে সেখানে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’, ৪ থেকে ৬ এর মধ্যে হলে ‘মিশ্র শাসন’ এবং ৪ এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরতে হবে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, তাদের সমীক্ষায় ২০১৮ সালে বৈশ্বিক স্কোর হয়েছে আগের বছরের মতই ৫ দশমিক ৪৮। এবারের সূচকে যেখানে ৪২টি দেশের অবস্থানের অবনতি ঘটেছে, সেখানে ৪৮টি দেশ নিজেদের রাজনৈতিক পরিবেশের উন্নতি ঘটাতে পেরেছে। উন্নতির ছাপ পড়েছে এশিয়ার দেশগুলোতেই বেশি।

গণতন্ত্রের বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থায় আছে ভারত ও শ্রীলঙ্কা। ভারত ৭ দশমিক ২৩ স্কোর নিয়ে তালিকার ৪১তম এবং শ্রীলঙ্কা ৬দশমিক ১৯ স্কোর নিয়ে ৭১তম অবস্থানে রয়েছে। ভারতের এক ধাপ উন্নতি হলেও শ্রীলঙ্কা পিছিয়েছে নয় ধাপ।

এছাড়া ৫ দশমিক ৩০ স্কোর নিয়ে ভুটান ৯৪তম, ৫ দশমিক ১৮ স্কোর নিয়ে নেপাল ৯৭তম, ৪ দশমিক ১৭ স্কোর নিয়ে পাকিস্তান ১১২তম, ৩ দশমিক ৮৩ স্কোর নিয়ে মিয়ানমার ১১৮তম এবং ২ দশমিক ৯৭ স্কোর নিয়ে আফগানিস্তান ১৪৩তম অবস্থানে রয়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এবারের প্রতিবেদন বলছে, ২০১৮ সালে তাদের ভাষায় ‘পূর্ণ গণতন্ত্র’ ছিল মাত্র ২০টি দেশে, যেখানে বিশ্বের মাত্র সাড়ে ৪ শতাংশ মানুষের বসবাস।

বিশ্বের মোট জনসংখ্যার ৪৩ দশমিক ২ শতাশের বসবাস  ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্রের’ দেশে। আর বাংলাদেশ যে তালিকায় আছে মিশ্র শাসনের অধীনে আছে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৭ শতাংশ।  আর বিশ্বের ৩৫ দশমিক ৬ শতাংশ মানুষ এখন স্বৈরশাসনে জীবন কাটাচ্ছেন।

৯ দশমিক ৮৭ স্কোর নিয়ে গতবারের মতই এ তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। শীর্ষ দশে আরও আছে আইসল্যান্ড, সুইডেন, নিউ জিল্যান্ড, ডেনমার্ক, কানাডা, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads