• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফিলিপাইনে সাবেক ব্যাংক কর্মকর্ত‍ার সাজা

রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ফিলিপাইনে ব্যাংক ম্যানেজার মায়া দেগুইতো

ছবি : ইন্টারনেট

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা

ফিলিপাইনে সাবেক ব্যাংক কর্মকর্ত‍ার সাজা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

তিন বছর আগে বিশ্ব কাঁপিয়ে দেয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় প্রথমবারের মতো কোনও ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের একটি আদালত। সেই সাথে আদালত তাকে ১০৯ মিলিয়ন ডলার অর্থদণ্ড দেয়। এই রায়ে মুদ্রাপাচারের আট দফা অভিযোগে দেগুইতোকে দোষী সাব্যস্ত করে প্রতিটি ধারায় ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মায়া দেগুইতো নামে ওই নারী কর্মকর্তাকে এ সাজা দেওয়া হয়। তার বিরুদ্ধে সাইবার আক্রমণের মাধ্যমে আটটি অর্থপাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় প্রত্যেকটিতে চার থেকে সাত বছর করে কারাদণ্ড ঘোষিত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলংকায় যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে। তবে ফিলিপাইনে যাওয়া আট কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। এই অর্থ চুরিতে দেশের ভেতরের কোনো একটি চক্রের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। খোয়া যাওয়া রিজার্ভের অর্থের দেড় কোটি ডলার ফেরত এলেও বাকি অর্থ উদ্ধারে বাংলাদেশের পক্ষ থেকে তৎপরতা চালানো হলেও এখনও তেমন কোনো অগ্রগতি নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads