• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সংগৃহীত ছবি

জাতীয়

পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সংশোধন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার।  মজুরি কাঠামোতে বৈষ্যমের অভিযোগ তুলে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মুখে এ সংশোধনী এনেছে সরকার।

আজ রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংশোধিত এ মজুরি কাঠামোর ঘোষণা দেন।

এর মাধ্যমে, পোশাক শ্রমিকদের মোট সাতটি মজুরি গ্রেডের মধ্যে ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর গ্রেডে নতুন করে সমন্বয় করা হয়েছে।

মজুরি বিশ্লেষণে দেখা যায়, ষষ্ঠ গ্রেডের ন্যূনতম মজুরি ৮, ৪০৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮, ৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৩ সালে ছিল ৫, ৬৭৮ টাকা। অপরদিকে পঞ্চম গ্রেডের ন্যূনতম মজুরি ৮, ৮৭৫ টাকা থেকে ৮, ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালে যা ছিল ৬, ০৪২ টাকা।

৪র্থ গ্রেডের ন্যূনতম মজুরি ৯, ২৪৫ টাকা থেকে বৃদ্ধি করে ৯, ৩৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৩ সালে ছিল ৬, ৪২০ টাকা। অপরদিকে তৃতীয় গ্রেডের ন্যূনতম মজুরি ৯, ৫৯০ টাকা থেকে ৯, ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালে যা ছিল ৬, ৮০৫ টাকা।

দ্বিতীয় গ্রেডের ন্যূনতম মজুরি ১৪, ৬৩০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫, ৪১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৩ সালে ছিল ১০, ৯০০ টাকা। অপরদিকে প্রথম গ্রেডের ন্যূনতম মজুরি ১৭, ৫১০টাকা থেকে ১৮, ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালে যা ছিল ১৩, ০০০ টাকা।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৮, ০০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনসহ শ্রমিক সংগঠন ও শ্রমিকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুন্নুজান সুফিয়ান বলেন, সংশোধিত এই মজুরি কাঠামো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে এবং তা ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, শ্রমিক বিক্ষোভের সময় গত ৮ জানুয়ারি সাভারের হেমায়েতপুরে নিহত পোশাক শ্রমিকের পরিবারকে তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা প্রদান করবেন।

জাতীয় পোশাক শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমির সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads