• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

জাতীয়

সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রির উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে ৮টি বুথে ৮ বিভাগের জন্য মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। ৩০ হাজার টাকা মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে ঢাকা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ফরম বিতরণ করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের ফরম বিক্রি করা হচ্ছে পাশের নতুন ভবনে।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তফসিল ঘোষণা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয় পাওয়ায় ৫০টি সংরক্ষিত আসন থেকে তারা পাবে ৪৩টি। এছাড়া জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads