• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিটাক আইন শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন : শিল্পমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

বিটাক আইন শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন : শিল্পমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আইন-২০১৯ শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ বুধবার বিটাকের কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এমন তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে-বিদেশে সুপ্রশিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক চাহিদা আছে। তরুণদের এ সুযোগ কাজে লাগাতে হবে। নারীদেরও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বিটাককে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে যাতে বিদেশে যন্ত্রপাতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য ব্যাপক প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। এজন্য বিটাকের মাধ্যমে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।

বিটাকের মহাপরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম। অনুষ্ঠানে বিটাকের কার্যক্রম উপস্থাপন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads