• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি : শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

সংরক্ষিত ছবি

জাতীয়

উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি : শাহাব উদ্দিন

  • বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। উন্নত ও সমৃদ্ধিশালী দেশ গড়ার লক্ষ্য পূরণে আমাদের সকলকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। সমৃদ্ধিশালী ও উন্নত দেশ গড়ে তুলতে কাজ করছেন। সেই উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্য পূরণে আমাদের সকলকে কাজ করতে হবে। লক্ষ্য পূরণে সকলকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। দুর্নীতি ধারে-কাছেও যাবেন না। প্রশ্রয় দেবেন না। আপনিও দুর্নীতিমুক্ত থাকবেন। আপনার অফিসকেও রাখবেন। যার ওপর যে দায়িত্ব আছে তা সুষ্ঠুভাবে পালন করবেন। বড়লেখাকে আজ থেকে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হলো।

বন বিভাগের কর্মকর্তার উদ্দেশে মন্ত্রী বলেন, প্রথমে আপনাদের দুর্নীতিমুক্ত হতে হবে। এই বিভাগের কর্মকর্তারা সবার আগে দৃষ্টান্ত স্থাপন করুন যে, আমরা দুর্নীতি মুক্ত আছি।

মন্ত্রী আরো বলেন, এক বছরের মধ্যে দেশে একটি পরিবর্তন আসবে। এমন কিছু ব্যবস্থা নেওয়া হবে। কেউ ইচ্ছা করে দুর্নীতি করতে পারবেন না। দুর্নীতি করলে নিজের জালে নিজেই ফেঁসে যাবে।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান ও দলের স্থানীয় নেতারা।

পরে অপর এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ৬০০ জন শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads