• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘সেরা মা’ পদক পাচ্ছেন শাহনাজ

'এ আর কিডস সেরা মা' পদক পাচ্ছেন সেই শাহনাজ

ছবি : সংগৃহীত

জাতীয়

‘সেরা মা’ পদক পাচ্ছেন শাহনাজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

এবার ‘সেরা মা’ পদক পেতে যাচ্ছেন রাইড শেয়ারিং নেটওয়ার্কের মাধ্যমে মোটরসাইকেল চালিয়ে দুই সন্তানের পড়াশোনা করানো সেই শাহনাজ আক্তার পুতুল। তার হাতে এ পদক তুলে দেবে দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম ‘এ আর কিডস মিডিয়া’।

কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী জানান, খারাপ পথে না গিয়ে কষ্টের জীবনযুদ্ধ করে যেসব মা গণমাধ্যমে শিরোনাম হয়েছেন, তাদের মধ্যে ছয়জন মায়ের হাতে তুলে দেওয়া হবে ‘এ আর কিডস সেরা মা-২০১৯-এর পদক। শুধু তাই নয়, আসছে বাবা দিবসে ‘কিডস মিডিয়া সেরা বাবা-২০১৯’ পদকও দেওয়া হবে বলে নিশ্চিত করেন দক্ষিণ এশীয় অঞ্চলের কিডস মিডিয়া প্রধান। যা কিছুদিনের মধ্যেই কিডস মিডিয়ার নতুন কার্যালয়ে এই পদক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

কিডস মিডিয়া পরিচালক রওশন চেতনা বলেন, সন্তানদের জন্য প্রতিটি মা-বাবাই কষ্ট করেন তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তবু তাদের মধ্য থেকে গণমাধ্যমে আলোচিত হয়েছেন এমন বাবা-মাকে প্রতিবছর পদক তুলে দেব।

রাজধানীর মিরপুরেই জন্মগ্রহণ করা সাহসী এই নারী বাইকার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বাবা নেই, মা আর বোনেরা আছেন। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। শাহনাজের রয়েছে দুই মেয়ে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

প্রসঙ্গত, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের মাধ্যমে মোটরসাইকেল চালানো শাহনাজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পরিচিত হয়ে উঠেছেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন খামারবাড়ি এলাকায় তার মোটরবাইকটি কৌশলে ছিনতাই করে এক যুবক। পরে পুলিশ অভিযান চালিয়ে তার বাইকটি উদ্ধার করে এবং ওই যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads