• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
১১ হাসপাতালে দুদকের অভিযান, ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত

দুর্নীতি দমন কমিশনের লোগো

সংগৃহীত ছবি

জাতীয়

১১ হাসপাতালে দুদকের অভিযান, ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

রাজধানীসহ দেশের আটটি জেলার ১১টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আজ সোমবার সকাল থেকে দুদক একযোগে এ অভিযান চালায়।

দুদক জানিয়েছে, এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসকই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে অনুপস্থিতির হার প্রায় ৬২ শতাংশ।

দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘দুদক জেলা পর্যায়ের ১০টি হাসপাতালে অভিযান চালিয়েছে। অভিযানকালে ২৩২ জন চিকিৎসকের মধ্যে ৯২ জন তাদের কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। যার মানে হচ্ছে ৪০ শতাংশ চিকিৎসক তাদের দায়িত্ব পালনকালে কর্মক্ষেত্রের বাইরে ছিলেন।’

মুনীর চৌধুরী আরও বলেন, যেকোনো সময় আকস্মিকভাবে এ ধরনের অভিযান চালানো হবে। হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধ করতে ভবিষ্যতে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি।

যেসব হাসপাতালে অভিযান চালানো হয়েছে সেগুলো হল- ঢাকার ফুলবাড়িয়ার কর্মচারী কল্যাণ হাসপাতাল, নাজিরা বাজারের মা ও শিশু সদন, রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর সদর হাসপাতাল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতাল ও আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগেও অভিযান পরিচালনা করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads