• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
তুমব্রু সীমান্তে স্থাপনা নির্মাণ: দুঃখ প্রকাশ বিজিপির

সংগৃহীত ছবি

জাতীয়

তুমব্রু সীমান্তে স্থাপনা নির্মাণ: দুঃখ প্রকাশ বিজিপির

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

মিয়ানমারের তুমব্রু সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে দুঃখ প্রকাশ করেছে মিয়ানামারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বিজিপি কর্মকর্তারা বলেছেন, সেখানে সেতু নয়, কাঁটাতারের পিলার সংরক্ষণের জন্য কিছু স্থাপনা তৈরী করা হচ্ছে। তাদের উচিত ছিলো বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) আগে থেকে অবহিত করে কাজ শুরু করা।

আগামীতে এ ধরনের কর্মকাণ্ড শুরু করার আগেই বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীকে (বিজিবি) আগে থেকে জানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিজিপি কর্মকর্তারা।  

আজ সোমবার বিকেলে সীমান্ত বৈঠক শেষে টেকনাফ ট্রানজিট জেটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।  মিয়ানমারের মংডুতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি টিমের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান ।  মিয়ানমারে পক্ষে সম সংখ্যক প্রতিনিধি টিমের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার মিয়েন থও।

বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান জানান, মাদক পাচার বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ ও মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন অপসারনে সমন্বিত অপারেশন চালানোর ব্যাপারে সম্মত রয়েছে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

আলোচনা সভায় দুই দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ জোরদার করা, যৌথ টহল জোরদার, মিয়ানমার সীমান্তের মাইন অপসারন ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক সমন্বিত সহযোগিতা বিষয়ে ঐক্যমত পোষণ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads