• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধিদল

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল।

ছবি : সংগৃহীত

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ প্রতিনিধিদল

  • উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি প্রতিনিধিদল। গতকাল  সোমবার দুপুর ১২টায় প্রতিনিধিদল নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়ায় শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা বস্তির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে তারা কথা বলে। ওই সময় জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের প্রফেসার ইয়াং হেলি জানতে চান রোহিঙ্গাদের কোনো সমস্যা হচ্ছে কি না? এর জবাবে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও মো. আরিফ বলেন,  তুমব্রু বিজিপি ক্যাম্পের নিচে মিয়ানমারের অভ্যন্তরে খালের ওপর মিয়ানমার যে ব্রিজ নির্মাণ করছে তা হলে আসন্ন বর্ষা মৌসুমে পানির ঢলে কোনারপাড়া রোহিঙ্গা বস্তি পানির সাথে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গারা আরো বলেন, মিয়ানমারে তাদের ফেলে আসা সহায় সম্পদ ও মৌলিক অধিকার ফিরিয়ে দিলে তারা মিয়ানমারে ফেরত যাবে। এ ব্যাপারে জাতিসংঘের প্রতিনিধিদল রোহিঙ্গাদের আশ্বস্ত করে। ওইখান থেকে জাতিসংঘের প্রতিনিধিদল কুতুপালংয়ে অবস্থিত ট্রানজিট  ক্যাম্প পরিদর্শন করে। এরপর কুতুপালং ডি ৪-এ অবস্থিত আইওএম হাসপাতাল পরিদর্শন করে। ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্যাম্প পরিদর্শনের সময় বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads