• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০ জন রোহিঙ্গা উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০ জন রোহিঙ্গা উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০ জন রোহিঙ্গা উদ্ধার

দুই দালাল আটক

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০১৯

সাগর পথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফের দুটি পয়েন্ট দিয়ে ২ দালাল আটক ও ৩০ জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে ৬ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং ৭ শিশু রয়েছে।পরে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্ঠ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শাহপরীরদ্বীপ গোলারচর ও শুক্রবার সকাল ৭ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী পাড়া এলাকায় বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে।

আটক দুই দালাল হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফের জাহাজপুরা গ্রামের হাবিব উল্লাহ’র ছেলে মহিবুল্লাহ (২০), ও দমদমিয়া গ্রারেম আব্দুল করিম ’র ছেলে মোঃ হুমায়ুন (১৮)।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ২ ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।

বিজিবি সুত্রে জানা যায়, বিভিন্ন সুত্র অবগত হয়ে বিজিবি জানতে পারে যে, মানব পাচারী একটি চক্র গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে মালয়েশিয়া সাগরপথে পাচার করার জন্য টেকনাফের নোয়াখালীপাড়া এবং শাহপরীরদ্বীপস্থ গোলারচর এলাকায় জমায়েত করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোষ্টের নাঃ সুবেঃ মোঃ সালাহ উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল এবং শাহপরীরদ্বীপ বিওপি হতে নায়েক মোঃ শিকদার শফিকুল ইসলাম’র নেতৃত্বে অপর একটি টহলদল স্ব স্ব স্থানে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোষ্টের টহলদল (৮ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৭ টার দিকে নোয়াখালীপাড়া এলাকায় সাগরের তীরবর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় একসাথে ১ জন দালাল ও ১৮ জন রোহিঙ্গা নাগরিককে নৌকার জন্য অপেক্ষমান অবস্থায় আটক করতে সক্ষম হয়। যাদের মধ্যে ৩ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে।

অপরদিকে গত (৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় শাহপরীরদ্বীপ এলাকাস্থ গোলাচর এলাকায় টহলদল পৌছে দেখতে পায় যে, ১ জন দালাল ও ১২ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক সাগরপাড়ে নৌকার অপেক্ষায় জড়ো হয়ে আছে। এ সময়ে টহলদল তাদেরকে ঘেরাও করে আটক করে। যাদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে।

আটক দুই দালাল হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফের জাহাজপুরা গ্রামের হাবিব উল্লাহ’র ছেলে মহিবুল্লাহ (২০), ও দমদমিয়া গ্রারেম আব্দুল করিম ’র ছেলে মোঃ হুমায়ুন (১৮)। কোন নৌকা সাগরপাড়ের তীরে না পাওয়ায় আসে নৌকা ও দালালচক্রের অন্যান্য ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি । তবে আটককৃত দালালদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানব পাচার চক্রের সাথে জড়িত অন্যান্য দালালদেরকে আটক করার ব্যাপারে অভিযান চলমান রয়েছে বলেও জানান বিজিবি।

উদ্ধার হওয়া মিয়ানমার রোহিঙ্গা নাগরিকদের বরাত দিয়ে বিজিবি অধিনায়ক লে . কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান , ভিকটিমরা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বসবাস করে এবং দালালদেরকে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় গমন করছিল। মানব পাচারের সাথে জড়িত দালালদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads