• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কেউ গুজব ছড়ানোর চেষ্টা করবেন না : বেনজীর আহমেদ

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ

ছবি : সংগৃহীত

জাতীয়

কেউ গুজব ছড়ানোর চেষ্টা করবেন না : বেনজীর আহমেদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্ব ইজতেমা নিয়ে সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে শেয়ার দেবেন না। না জেনে, না শুনে এবং চেক না করে গুজব শেয়ার দিলে তারও পরিণতি হবে ভয়াবহ। গতকাল বৃহস্পতিবার কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে র্যাব। ইউনিফর্ম পরিহিত পোশাকের চেয়ে দ্বিগুণ থাকবে সাদা পোশাক পরিহিত র্যাব সদস্য। এ ছাড়া প্রতিটি খিত্তায় সিসি টিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি হেলিকপ্টার, নদীতে স্পিডবোট, রাস্তায় জিপ এবং মোটরসাইকেলে টহল দেবে র্যাব। তিনি বলেন, এক বছর ধরে বিভেদ এবং মতভেদ থাকার কারণে এবারের বিশ্ব ইজতেমায় চ্যালেঞ্জ একটু বেশি। এ কারণে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সতর্কাবস্থায় থাকবে।

বেনজীর আহমেদ বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে ২ পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, ইতোমধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সে সমস্যা সমাধান করা হয়েছে। গতকালও আমরা তাবলিগের মুরব্বি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশাল এক সভা করেছি। সভায় বিশ্ব ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবাই ঐকমত্য পোষণ করেছে।

তাবলিগের মুরব্বি ও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এখানে উপস্থিত হবেন। কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা যেন না ঘটে। এজন্য আপনাদেরও দায় রয়েছে। কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কাছে বলবেন। আমরা সব ব্যবস্থা নেব। দেশি লোকের পাশাপাশি বিদেশি মেহমান থাকবেন। তারা অনেকে হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসেন। সেই বিদেশি মেহমানরা যেন ভালোভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন তার জন্য নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন, বিশ্ব ইজতেমার সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত। এটা আপনারা খেয়াল রাখবেন। বিদেশি মেহমান যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয়- সে জন্য আমরা নিরাপত্তা দেব বাকিটা আপনারা দৃষ্টি রাখবেন।

র্যাব মহাপরিচালক বলেন, তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ না নিতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য মুরব্বিরাসহ আয়োজকদেরও সতর্ক থাকতে হবে। প্রতিবারের মতো এবারো আমাদের সাধ্য অনুযায়ী মুসল্লিদের মধ্যে বিনা পয়সায় পানি ও ওষুধ সরবরাহ করা হবে। এর আগে প্রেস ব্রিফিংয়ে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তার ওপর একটি ভিডিও উপস্থাপনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads