• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নৌপ্রধানের সঙ্গে আইএএফ প্রধানের সাক্ষাৎ

নৌপ্রধানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

জাতীয়

নৌপ্রধানের সঙ্গে আইএএফ প্রধানের সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দর সিং ধানোয়া। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দফতরে তারা মিলিত হন। খবর বাসস।

এদিন ভারতীয় বিমানবাহিনী প্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌপ্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। বাংলাদেশ সফরের জন্য বীরেন্দর সিংকে ধন্যবাদ জানান আওরঙ্গজেব চৌধুরী। বৈঠকে তারা বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এটাকে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

 এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে, নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বীরেন্দর সিং গত ১০ ফেব্রুয়ারি পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads