• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেড়শ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করবে কাল

ইয়াবা

সংগৃহীত ছবি

জাতীয়

দেড়শ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করবে কাল

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের দেড় শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করবে আগামীকাল শনিবার। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে মঞ্চ তৈরি, মাইকিংসহ মাদকবিরোধী বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছেন স্থানীয় পুলিশ প্রশাসন।

ইয়াবার প্রবেশদ্বারখ্যাত টেকনাফেই দেড় শতাধিক ইয়াবা কারবারির আত্মসমর্পণ অনুষ্ঠানের খবর প্রচার হওয়ায় টেকনাফের মানুষের মাঝে কৌতূহল ও নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। আলোচনা চলছে সর্বত্র বিভিন্ন সময়ে তালিকায় থাকা সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ও শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিমসহ আরো কয়েক ব্যক্তিকে ঘিরে। তারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করবে কি না তা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানান বিশ্লেষণ। এ ছাড়া ইয়াবায় অর্জিত টাকা, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কি না তা নিয়েও সাধারণ মহলের মধ্যে চলছে আলোচনা।

এদিকে অনেক ইয়াবা কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য পুলিশ সেফহোমে চলে গেলেও তালিকায় শীর্ষে থাকা কয়েকজন এখনো গা ঢাকা দিয়ে রয়েছে। তারাও সুযোগ বুঝে আত্মসমর্পণ করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সম্প্রতি ইয়াবার বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে এই অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসব ঘটনায় ইয়াবা পাচারকারীদের মৃত্যুর হারও বাড়ছে। এতে মৃত্যু শঙ্কায় অনেক ইয়াবা পাচারকারী স্বপ্রণোদিত হয়েই আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করে।

টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেব্রুয়ারির ১৬ তারিখ দিন ধার্য করেছে। তবে কতজন আত্মসমর্পণ করবে তা এখনো চূড়ান্ত হয়নি। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার জানান, ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাদক কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads