• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

অনুদানপ্রাপ্ত ২০ ই-বুক আনল সেইবই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) বিশেষ অনুদানে অনলাইন ই-বুক স্টোর সেইবই-এ প্রকাশিত হলো ২০টি ই-বুক। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রকাশিত এসব বই খুব সহজেই যে কেউ অ্যাপটির মাধ্যমে ডাউনলোড করে পড়তে পারবেন। প্রকাশিত বইয়ের মধ্যে আছে কবীর চৌধুরী সম্পাদিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু : জননায়ক থেকে রাষ্ট্রনায়ক’, অ্যান্থনি মাসক্যারেনহাসের ‘বাংলাদেশ : অ্যা লিগ্যাসি অব ব্লাড’, আহমদ রফিকের ‘ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো’সহ ২০টি বই।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছ। এরই অংশ হিসেবে ই-বই প্রকাশে অনুদান দিয়েছে আইসিটি ডিভিশন।

উল্লেখ্য, এর আগে এক সমঝোতা স্মারকের মাধ্যমে সেইবই-এ প্রকাশিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর লিখিত ‘এপিক অব পলিটিকস’ বইয়ের ই-বুক সংস্করণ। সেইবই (ঝযবরনড়র) বাংলা ভাষা ও সাহিত্যের সর্ববৃহৎ অনলাইন ই-বুক লাইব্রেরি। উল্লিখিত বইগুলো সেইবই-এ পড়ার জন্য পাঠককে সেইবই রিডার অ্যাপটি তার মোবাইল ডিভাইসে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ব্যবহারকারীরা অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও ইনস্টল করে খুব সহজেই এ বইগুলো ছাড়াও অন্যান্য বই পড়তে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads