• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতের প্রতিবাদে রাবি ঠাকুরগাঁও জেলা সমিতির মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৫ জন আহতের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার ও ভূক্তভোগী পরিবারের ক্ষতিপূরণসহ পাঁচটি দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠাকুরগাঁও জেলা সমিতি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন তারা।

জেলা সমিতির সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, তারাই (বিজিবি) সাধারণ মানুষকে হত্যা করেছে, অথচ তারাই আবার মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু যখন এলাকাবাসী মামলা দায়ের করে সেই মামলা আর নেয়া হয়নি। তাদের কি অপরাধ ছিল যে তাদের মামলা নিচ্ছে না। অথচ ঠিকই যারা হত্যা করেছে তাদের মামলা নিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ফিদেল মনির। এছাড়া বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, রাজিউর রহমান, আতিকুর রহমান, বেলাল হোসাইন, ইসমাইল হোসেন, ওয়াসিউল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের হবিবর রহমানসহ আরও কয়েকজন যাদুরানী হাটে গরু বিক্রি করতে যান। সে সময় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের গরুকে ভারত থেকে পাচার হওয়া গরু বলে জব্দ করতে গেলে এলাকাবাসী এবং বিজিবির মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিজিবি গুলি করলে নবাব উদ্দিন (৩৫), সাদেক (৪৫) ও জয়নুল (১২) নামের তিনজন নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads