• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বহরমপুরের ঘটনা 'অনাকাঙ্ক্ষিত' : বিজিবি মহাপরিচালক

বিজিবির গুলিতে তিনজন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনা নিয়ে আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম

সংগৃহীত ছবি

জাতীয়

বহরমপুরের ঘটনা 'অনাকাঙ্ক্ষিত' : বিজিবি মহাপরিচালক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ের বহরমপুর গ্রামে গরু জব্দ নিয়ে সংঘর্ষের মধ্যে বিজিবির গুলিতে তিনজনের মৃত্যুর ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবি সদস্য ও এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবির সাথে গ্রামবাসীর যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আমি আশা করছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য বিজিবি ও এলাকাবাসী উভয়ে সতর্ক থাকবে।’

তিনি জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির তরফ থেকে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেবেন। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, বর্ডার সিকিউরিটির গোয়েন্দা শাখার ব্যুরো চিফ কর্নেল মতিউর রহমান, বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল শামসুল আরেফিন, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ, ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্না, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের আগে বিজিবি মহাপরিচালক হরিপুর উপজেলার তিনজন ইউপি সদস্যসহ ছয়জন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলেন।

জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি সদস্যরা গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি গরু জব্দ করে ট্রাকে তুললে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। বিজিবি সদস্যরা তখন গুলি চালালে দুই কৃষক এবং একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads