• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নুরুল ইসলাম নাহিদের বইয়ের মোড়ক উন্মোচন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রচিত ‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি : সংগৃহীত

জাতীয়

প্রতিদিনের বই মেলা

নুরুল ইসলাম নাহিদের বইয়ের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রচিত ‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে গতকাল সোমবার। চারুলিপি প্রকাশন প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন হয়েছে বাংলা একাডেমি শহীদ সালাম চত্বরে। অনুষ্ঠানে লেখক নুরুল ইসলাম নাহিদ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, প্রো-উপাচার্য ড. মশিউর রহমান, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আহসানউল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, নায়েম, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক সুধী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশে এক দশকে শিক্ষাক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে, এ গ্রন্থ তার দলিল। গ্রন্থটি সাধারণ পাঠক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষানুরাগী ও বাংলাদেশের উন্নয়ন গবেষকদের জন্য একান্ত জরুরি বলে বিবেচিত হবে।

১৯২ পৃষ্ঠার এ গ্রন্থে ৬টি অধ্যায় ও ১১টি পরিশিষ্ট রয়েছে। মূল্য ৪০০ টাকা। একুশে গ্রন্থমেলায় চারুলিপি স্টলে পাওয়া যাবে বইটি। বিজ্ঞপ্তি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads