• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইবিতে আন্তর্জাতিক পর্যটনের উপর সেমিনার

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

ইবিতে আন্তর্জাতিক পর্যটনের উপর সেমিনার

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ঢাকা রিজেন্সি হোটেলের ম্যানেজার এম আব্দুল হালিম সরকার। সেমিনার পরবর্তী সেশনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা রিজেন্সি হোটেলের কো-অরডিনেটর এম এ নাহিয়ান। সেমিনারটির সমন্বয়কারী ছিলেন বিভাগের লেকচারার শরিফুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. রাশিদ আসকারী বলেন, ‘বাংলাদেশ পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময়ী একটি দেশ। যার ভূ-গর্ভ এবং জলরাশির মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। আবহমান বাংলা হচ্ছে পর্যটন শিল্পের আধার। এ সম্ভাবনাময়ী খাতকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

সেমিনারে ঢাকা রিজেন্সি হোটেলে অ্যান্ড রিসোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যকার সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সুজন এবং মাহী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads