• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার : ওবায়দুল কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত, তাদের পুরোপুরি পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারে আগুনে পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানসনসহ আশপাশের এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গতকাল রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারকি করেছেন। তিনি আমাকেও নির্দেশনা দিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনের জন্য।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কাজের প্রশংসা করে সরকারের এই সেতুমন্ত্রী বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিস তড়িৎ ব্যবস্থা নেওয়ার কারণে আগুন দ্রুত নেভানো সম্ভব হয়েছে। এ কারণে এত বড় আগুনেও যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, ততটা ক্ষতি হয়নি। এ কারণে ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ফায়ার সার্ভিসের যে আধুনিকায়ন করেছেন, সে কারণেই ফায়ার সার্ভিসের পক্ষে এত দ্রুত কাজ করা সম্ভব হয়েছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন উদ্যোগ নিলে পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে। এক কাজে মেয়রকে সর্বাত্মক সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads