• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
বঙ্গবন্ধু ও বাংলা ভাষা  

সংগৃহীত ছবি

জাতীয়

বঙ্গবন্ধু ও বাংলা ভাষা  

  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০১৯

আমাদের ভাষা বেঁচে থাকে আমাদের লেখায়, কথায় ও পড়ায়। আর আমরা বেঁচে থাকি আমাদের ভাষায়। আমরা বড় সৌভাগ্যবান আমাদের একটি নিজস্ব ভাষা আছে। ‘বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা?’ আমার দুঃখিনী বর্ণমালা অনেক বন্ধুর পথ বেয়ে আজ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে।

১৯৪৮-এর এক সকালে মোহাম্মদ আলী জিন্²াহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্ররা প্রতিবাদ করে। সেই থেকে ভাষা আন্দোলনের সূত্রপাত। আর সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আরেকজন মহানায়কের নামও যুক্ত হলো। তিনি শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু। তাকে আমরা জাতির জনক হিসেবে জানি; কিন্তু অনেকেই হয়তো জানেন না তিনি ভাষাসৈনিক ছিলেন। বঙ্গবন্ধু বলতেন, ‘আমি বাঙালি, বাংলা আমার ভাষা। বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার ইতিহাস, বাংলার মাটি, বাংলার আকাশ, বাংলার আবহাওয়া, তাই নিয়ে বাংলার জাতীয়তাবাদ।’ তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তরুণ ছাত্র শেখ মুজিব ভাষা আন্দোলনের একজন কর্মী ও সংগঠক। তার ভাষার বিশাল কর্মযজ্ঞ শুরু হয় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত তমদ্দুন মজলিসের সঙ্গে সম্পৃক্ততা দিয়ে। আবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বাংলা ভাষার দাবির সপক্ষে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে যুক্ত থেকে স্বাক্ষর সংগ্রহের কাজও করেন। বাংলা ভাষার দাবিতে শেখ মুজিবুর রহমান মিছিল-মিটিং করেছেন, অনেক মিছিলের নেতৃত্ব দিয়েছেন এবং অনেক সমাবেশের ব্যবস্থাপনা ও পরিচালনা করেছেন। ভাষাপ্রেমে বলীয়ান মুজিব ১৯৪৭ সালের ৫ ডিসেম্বর বাংলা ভাষার দাবি নিয়ে খাজা নাজিমুদ্দীনের বাসভবনের অভিমুখে যাওয়া মিছিলের নেতৃত্ব দেন। ভাষা আন্দোলন করতে গিয়ে শেখ মুজিব গ্রেফতার হয়েছিলেন। ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়। এই ধর্মঘটে অংশ নিতে শেখ মুজিব ১০ মার্চ গোপালগঞ্জ থেকে ঢাকায় আসেন। পরেরদিন ধর্মঘটে নেতৃত্ব দিতে গিয়ে তিনি পুলিশের নির্যাতনের শিকার হন। পুলিশ সকাল ৯টায় তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কয়েকদিন পরেই তিনি মুক্তিলাভ করেন। জেল থেকে মুক্ত হয়ে ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ সভায় সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান। এরপর ভাষা আন্দোলন নিয়ে হওয়া প্রায় সবকটি সভা, মিছিল, মিটিংয়ে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ফলে ১৯৪৯ সালে তিনি আরো দুবার পুলিশের হাতে গ্রেফতার হন। ১৯৪৯ সালের অক্টোবর মাসে শেখ মুজিব গ্রেফতার হলে তাকে ১৯৫২ সালের আগে আর মুক্তি দেওয়া হয়নি। ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পর জেল থেকে ছাড়া পান। যার কারণে তিনি বায়ান্²র ভাষা আন্দোলনে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তিনি জেলে থেকে ভাষা আন্দোলনের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং আন্দোলনকে সক্রিয় করতে পরামর্শ দিতেন। ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করেন। মওলানা ভাসানী শেখ মুজিব ও মহিউদ্দিন আহমদের মুক্তির দাবিতে পত্রিকায় বিবৃতি প্রদান করেন।

এর আগে ১৯৪৭ সালে করাচিতে জাতীয় শিক্ষা সপ্তাহের ঘোষণাপত্রে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে সুপারিশ করা হয়। সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বন্ধ করতে নানা ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তান সরকার। একই সঙ্গে সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করলে ১৯৪৭ সালের ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলা ভাষার দাবিতে সভা সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি ’৪৭ সালের ৬-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণতান্ত্রিক যুবলীগের কর্মিসভায় ভাষাবিষয়ক কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন। ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ গ্রন্থে গাজীউল হক এ ঘটনার বিবরণ দিয়েছেন। সেদিন সবার উদ্দেশে শেখ মুজিব বলেছেন : ‘পূর্ব পাকিস্তান কর্মী সম্মেলন প্রস্তাব করিতেছে যে, বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লিখার বাহন ও আইন আদালতের ভাষা করা হউক। সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হইবে তৎসম্পর্কে  আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ভার জনসাধারণের ওপর ছাড়িয়া দেওয়া হউক। এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গৃহীত হউক।’ কর্মী সম্মেলনে এই প্রস্তাব থেকে বোঝা যায়, ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায় থেকেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন এবং এ আন্দোলনকে ত্বরান্বিত করতে ভূমিকা রেখেছেন।

অন্যদিকে বাঙালির আরেক জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথমে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে বিবৃতি দিয়েছিলেন। তিনি প্রথমদিকে রাষ্ট্রভাষা বাংলা করার পক্ষপাতি ছিলেন না। শেখ মুজিবুর রহমানের চেষ্টায় শহীদ সোহরাওয়ার্দী শেষ পর্যন্ত তার মত পরিবর্তন করেন। শেখ মুজিব শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে দেখা করে রাষ্ট্রভাষা বাংলা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সোহরাওয়ার্দী পরবর্তীকালে উর্দুর পক্ষে দেওয়া বিবৃতি প্রত্যাহার করে বাংলা ভাষার পক্ষে বিবৃতি প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জবানিতে এই ঘটনার বিবরণ পাই। তিনি বলেছেন, ‘সে সময় শহীদ সোহরাওয়ার্দীর ভাষাসংক্রান্ত বিবৃতি প্রকাশিত হওয়ার পর আমরা বেশ অসুবিধায় পড়ি। তাই ওই বছর জুন মাসে আমি তার সঙ্গে দেখা করার জন্য করাচি যাই এবং তার কাছে পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলার দাবির সমর্থনে তাকে বিবৃতি দিতে বলি।’ রাষ্ট্রভাষা বাংলা করার সমর্থনে সোহরাওয়ার্দীর দেওয়া ওই বিবৃতিটি ২৯ জুন ইত্তেফাকে প্রকাশিত হয়। এটিও ভাষা আন্দোলনের একটি বিশেষ ঘটনা ছিল। ১৯৫৩ সালে ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে শেখ মুজিব উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

দুই

১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের মন্ত্রী নির্বাচিত হন। ১৯৫৬ সালের আইন পরিষদের অধিবেশনে সংসদের কার্যসূচি বাংলায় লিপিবদ্ধ করার আহ্বান জানান। একই বছরের ১৬ ফেব্রুয়ারি তারিখের অধিবেশনে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান দৃঢ়কণ্ঠে বলেছেন, ‘আমার দল ক্ষমতা গ্রহণের দিন থেকেই সকল সরকারি অফিস-আদালত ও জাতীয় জীবনের অন্যান্য ক্ষেত্রে বাংলা চালু হবে।’ ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান রচনা করা হয়। এই সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেন। তিনি ওই বক্তব্যের শুরুতেই বলেন, ‘মাননীয় সভাপতি, আজ এই মহামহিমান্বিত সমাবেশে দাঁড়াইয়া আপনাদের সাথে আমি এই জন্য পরিপূর্ণ সন্তুষ্টির ভাগীদার যে, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আজ এই পরিষদের প্রতিনিধিত্ব করিতেছেন।’ পৃথিবীর দেশবরেণ্য নেতারা স্বদেশের ভাষাপ্রীতি দেখে বিস্মিত হয়েছেন এবং শেখ মুজিবুর রহমানকে অভিনন্দিত করেছেন। এর বহু আগেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক অঙ্গনে বাংলায় ভাষণ দিয়েছেন। ১৯৫২ সালে চীনে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি বাংলায় বক্তব্য রাখেন। ১৯৭৫ সালের ১২ মার্চ অফিস-আদালতে বাংলা ব্যবহারের নির্দেশ জারি করেন। ওই আদেশে বলা হয়, দেশ স্বাধীনের দীর্ঘ তিন বছর পরেও বাংলাদেশের বাঙালি কর্মচারীরা ইংরেজি ভাষায় নথি লিখবেন সেটা অসহনীয়। বঙ্গবন্ধু বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষার বাস্তবায়ন চাইতেন। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে এম আর মাহবুব রচিত ‘রাষ্ট্রভাষা-আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থটি উল্লেখযোগ্য। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান যে কত গুরুত্বপূর্ণ ছিল তা বিস্তারিতভাবে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। যারা বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা গ্রন্থটি পড়তে পারেন।

বঙ্গবন্ধুর স্লোগান ছিল ‘জয় বাংলা’। তিনি তার প্রতিটি বক্তব্যে জয় বাংলা বলতেন। স্বাধীনতাকামী প্রতিটি মানুষের স্লোগান ছিল জয় বাংলা। এই জয় বাংলা মানে হলো বাংলাদেশের জয় হোক, জয় বাংলা মানে হলো বাংলা ভাষার জয় হোক, বাংলা ভাষাভাষী মানুষের জয় হোক। স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম বইমেলা উদ্বোধন করেন বাংলা একাডেমিতে। জাতির জনকের মতো তার কন্যা জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনাও বাংলাদেশ ও বাংলা ভাষাকে ভালোবাসেন। তার প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলা এখন একটি আন্তর্জাতিক ভাষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০১৮ সাল পর্যন্ত টানা দশবার বাংলা ভাষায় বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে সর্বাধিক একুশের গ্রন্থমেলা উদ্বোধনকারী রাষ্ট্রনায়ক। সিয়েরালিয়ন তাদের নিজস্ব ভাষার পাশে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। তাদের একটি বাংলা টিভি চ্যানেলও রয়েছে। আমার বিশ্বাস, শেখ হাসিনার হাত ধরেই  বাংলা ভাষার ক্রমোন্²তি হবে। সবাই শুদ্ধ বাংলায় কথা বলবে। শিশুদের আধুনিক পদ্ধতিতে বাংলা বর্ণমালা শেখানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুল বাংলার ব্যবহার বন্ধ হবে। সেদিন আর বেশি দূরে নয়। ভাষার মাসে শ্রদ্ধাভরে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আসুন, আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির শুদ্ধ চর্চা করি। আমাদের চিন্তা-চেতনা, শিক্ষা, পোশাকে, জীবনদর্শনে বাঙালিয়ানার চর্চা করি। ধর্মান্ধতা নয়, বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কাছে আমাদের কিছুটা হলেও ঋণ পরিশোধ করি।

অধ্যক্ষ্য মোহাম্মদ হাসান খান

লেখক : সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads