• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেব না : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

সংগৃহীত ছবি

জাতীয়

পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেব না : সাঈদ খোকন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ বৃহস্পতিবার রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর ডিএসসিসি মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনেভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেবো না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়া হবে।’

তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গতকাল বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চুরিহাট্টা এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা মুহূর্তেই পাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর সূত্র জানায়, তাদের ৩৭টি ইউনিট রাত ২টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads