• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ জাহিদ মালেক

সংগৃহীত ছবি

জাতীয়

আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকার চকবাজারে ভয়াবাহ আগুনে আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

ঢাকায় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, চিকিৎসকরা দগ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের অনেকের অবস্থা ভাল না। আমরা চেষ্টা করছি তাদের যথাযথ চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে রাখার। চিকিৎসকরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। সকলের দোয়া প্রয়োজন।

এরপর মন্ত্রী নগরের চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের একটি ভবনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন এবং পরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads