• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরের ওপর হামলা

নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরের ওপর হামলা

সংগৃহীত ছবি

জাতীয়

নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরের ওপর হামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে হামলা চালানো হয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আন্দোলন করা ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট সহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর।

আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার কিছু সময় পরে এ হামলা চালায় ভিপি পদে পুননির্বাচনের দাবি জানিয়ে আসা ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে টিএসসিতে বিক্ষোভ করছিলো বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। দুপুরে সেখানে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যোগ দেন নব নির্বাচিত ভিপি। এ সময় জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় তারা। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন -কারুচুপিতেও হারে নাই, ছাত্রবন্ধু নুরু ভাই। এসময় ছাত্রলীগের ৫০/৬০ জন কর্মী তাদের উপর হামলা চালায়।

অন্যদিকে একই দাবিতে টিএসি-তে আনেন্দালনরত প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

এ সময় নূর ও রাশেদরা মিলে টিএসসির ভেতরে প্রবেশ করে আত্মগোপনে চলে যায়। এ সময় ছাত্রদলের এক কর্মী আহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads