• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত ফিরলেন ১৬ মাস পর

নিখোঁজ থাকা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান

ছবি : সংগৃহীত

জাতীয়

নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত ফিরলেন ১৬ মাস পর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

নিখোঁজ থাকা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ১৬ মাস পর বাড়ি ফিরেছেন। গত শুক্রবার রাতে বাসায় ফিরে আসেন। মারুফ জামানের মেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। গতকাল শনিবার ডিএমপি ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহেল কাফি এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতেই মারুফ জামান তার বাসায় ফিরে এসেছেন। আজ (গতকাল) বিকালে তার মেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় বাসায় বিশ্রাম করছেন। এই মুহূর্তে কারো সঙ্গে কথা বলছেন না। একটু সুস্থ বোধ করলে তিনি থানায় এসে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন।

তার মেয়ে শবনম জামান গতকাল ফেসবুক পোস্টে বাবার ফিরে আসার খবর জানিয়েছেন। শবনম জামান তার পোস্টে বলেছেন, এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই তার পরিবার।

শবনম জামান ইংরেজিতে তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসেছেন। এই সময়ে যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমি ও আমার ছোট বোন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সবাইকে অনুরোধ করব, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি তা ভুলে থাকতে আমরা কিছুটা সময় নিজেদের মতো থাকতে চাই। এ বিষয়ে এখন আমাদের বিস্তারিত কিছু বলার নেই।

মারুফ জামানের বাড়ির নিরাপত্তাকর্মী নুরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে মারুফ জামান বাসায় কল করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে আসেন।

পুলিশ জানায়, ধানমন্ডির ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় থাকেন মারুফ জামান। তার দুই মেয়ে। বড় মেয়ে বেলজিয়ামে থাকেন। আর ছোট মেয়ে সামিহা জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ঢাকাতেই থাকেন। সামিহা জামান ২০১৭ সালের নভেম্বরের শুরুর দিকে বেলজিয়ামে বড় বোনের বাসায় বেড়াতে যান। একই বছরের ৪ ডিসেম্বর দেশে ফেরেন। ওইদিন বিকাল ৫টার দিকে মেয়েকে আনতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন মারুফ জামান। সামিহা বাবার ফোন বন্ধ পেয়ে একাই বাসায় ফিরে আসেন। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন মারুফ জামান নিখোঁজ হয়েছেন। ওইদিন সন্ধ্যায় মারুফ জামান বাসার টিঅ্যান্ডটি নম্বরে কল করে বলেন- তিনজন লোক যাবে, তাদের কাছে বাসায় থাকা ল্যাপটপ দিয়ে দিতে হবে। পরে রাত ৮টা ৫ মিনিটে তিনজন লোক বাসায় গিয়ে ল্যাপটপ নিয়ে ১০ মিনিট পর বের হয়ে যান। তাদের মুখ ঢাকা ছিল।

এ ঘটনায় তার মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর-২১৩) করেন। পরে ওইদিন রাত ৮টার দিকে খিলক্ষেত থানা পুলিশ ৩০০ ফুট রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মারুফ জামানের গাড়ি উদ্ধার করেন। গাড়িটি অক্ষত অবস্থায় ছিল। গাড়িটি বর্তমানে ধানমন্ডি থানায় রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads