• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নিউজিল্যান্ডেই দাফন করা হবে আব্দুস সামাদকে

অধ্যাপক ড. আব্দুস সামাদ

সংগৃহীত ছবি

জাতীয়

নিউজিল্যান্ডেই দাফন করা হবে আব্দুস সামাদকে

  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের সাবেক প্রফেসর কুড়িগ্রামের কৃতি সন্তান ড. আব্দুস সামাদকে দেশটিতেই দাফন করা হচ্ছে। 

নিহত আব্দুস সামাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইল্যা গ্রামে। তিনি মৃত জামাল উদ্দিনের পুত্র। তার শেষ ইচ্ছে ছিল নিজ গ্রাম মধুর হাইল্যায় বাবার পাশের সমাহিত হওয়ার। কিন্তু নানা জটিলতা এবং পারিবারিক সিদ্ধান্তহীতার কারণে তাকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডেই সমাহিত করা হচ্ছে। 

নিহতের বড় সন্তান মোহাম্মদ তোহান জানান, মাতৃভূমি বাংলাদেশে দাদা জামাল উদ্দিন সরকারের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এমনই ইচ্ছা ছিল পিতা অধ্যাপক ড. আব্দুস সামাদের। সে অনুযায়ী জায়গাও নির্ধারিত ছিল। কিন্তু নিউজিল্যান্ডে বসবাসরত তার মা কিশোয়ারা বেগম, ছোট দুই ভাই তারেক ও তানভির বাবাকে নিউজিল্যান্ডেই দাফন করার ইচ্ছা প্রকাশ করেছে। 

গ্রামের বাড়িতে বসবাসরত আব্দুস সামাদের ভাই মোহাম্মদ মতিয়ার রহমান জানান, পরিবারের সবাই শেষবারের মতো তাকে দেখতে চেয়েছিল। কিন্তু তা আর হলো না। বাবার কবরের পাশে তাকে দাফন করতেও পারলাম না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads