• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৩৭তম বিসিএসের গেজেট প্রকাশ

৩৭তম বিসিএসের গেজেট প্রকাশ

সংগৃহীত ছবি

জাতীয়

৩৭তম বিসিএসের গেজেট প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

৩৭তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (.িসড়ঢ়ধ.মড়া.নফ) এ গেজেট প্রকাশ করা হয়েছে। গত ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। সুপারিশকৃত ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডার পেয়েছেন ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই দিন দুপুরে কমিশনের বিশেষ সভায় প্রথম শ্রেণির (৯ম গ্রেড) শূন্যপদে ৫৭৮ জন প্রার্থীকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সাময়িকভাবে কমিশন সুপারিশ করে। এবারই প্রথম কোনো বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে চাকরির সুপারিশ করা হয়েছে।

পিএসসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিসিএসের নন-ক্যাডারে অপেক্ষমাণ সবাইকে নিয়মানুযায়ী চাকরির জন্য সুপারিশ করা হবে। কমিশন সেই লক্ষ্যে কাজ করছে। তারা প্রত্যাশা করে ৩৭তম বিসিএসে আবেদনকারী বাকিরাও চাকরি পাবেন।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৬৮ জন। এদের মধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়েছিল।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন। এতে পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads