• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বন্যা মোকাবেলায় এবার ব্যাপক প্রস্তুতি

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

ছবি : সংগৃহীত

জাতীয়

বাংলাদেশের খবরকে পানিসম্পদ উপমন্ত্রী

বন্যা মোকাবেলায় এবার ব্যাপক প্রস্তুতি

  • সাইদ আরমান
  • প্রকাশিত ২২ মার্চ ২০১৯

দেশে বন্যা মোকাবেলায় এবার ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

বিশ্বপানি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের খবরের মুখোমুখি হন উপমন্ত্রী।

একেএম এনামুল হক শামীম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) ছিলেন। ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রাজনৈতিক মামলায় তিনি বহুবার কারাবরণ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

এনামুল হক শামীম বলেন, আমাদের দেশে বড় একটি সমস্যা হচ্ছে বন্যা। বন্যায় প্রতিবছর হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি প্রাকৃতিক দুর্যোগ। ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবু বন্যা যাতে মোকাবেলা করা যায় তার জন্য আমরা আগাম প্রস্তুতি নিতে শুরু করেছি। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে। সরকারের বিগত দিনের উন্নয়নমূলক কাজগুলোকে আরো গতিশীল করা হচ্ছে। এখানে কোনো ধরনের আপস করা হবে না। কাজের মানে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, মন্ত্রণালয়ের একটি টাস্কফোর্স রয়েছে। সেটি মন্ত্রণালয়ের আওতাধীন উন্নয়নকাজগুলো নজরদারি করছে। এই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মাঠপর্যায় থেকে রাজনীতি করেছি। ছাত্রলীগ করেছি। সাধারণ মানুষের দুঃখকষ্ট আমি বুঝি। কাজেই দেশের মানুষের সেবা আগে। পানিসম্পদ মন্ত্রণালয় হবে মানবতার মন্ত্রণালয়।

তিনি বলেন, এরই মধ্যে আমি ১২টি জেলা পরিদর্শন করেছি। শরীয়তপুর আমার নির্বাচনী এলাকা। সেখানে গিয়েছি। চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, টাঙ্গাইল, রাজবাড়ী, নারায়ণগঞ্জ গিয়েছি। আগামী সপ্তাহে যাব হাওর এলাকায়। আগাম বন্যায় যাতে হাওর আর ক্ষতিগ্রস্ত না হয় সেটি বিবেচনায় রাখা হয়েছে। আশা করি, এবার হাওরাঞ্চলের মানুষ তাদের ফসল ঘরে তুলতে পারবেন।

এনামুল হক শামীম বলেন, বিশ্ব পানি দিবস আজ। পানির অপর নাম জীবন। পানিকে সম্পদে রূপান্তর করতে ব্যাপক পরিকল্পনা আমরা নিয়েছি। ডেল্টা পরিকল্পনার অংশ হিসেবে ব্যাপক পরিকল্পনা গ্রহণের পর্যায়ে। প্রায় ৩০টি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজিতে সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তার কথা বলা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় সেখানে কাজ করছে।

এক প্রশ্নের জবাবে বলেন এনামুল হক শামীম, সরকার পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার করতে ২০১৩ সালে পানি আইন করেছে। এরপর আইন মোতাবেক করা হয়েছে বিধি। শুধু তা-ই নয়, আমাদের বিদ্যমান ও সম্ভাব্য সমস্যা মোকাবেলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে এখানে সচেতনভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমরা নদীর পানি দূষণমুক্ত করতে জোরালো কার্যক্রম নিয়েছি। নদীগুলো দখলমুক্ত করতে নৌপরিবহন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

নদীভাঙনের প্রসঙ্গ টেনে উপমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগে নদীভাঙন থেকে রক্ষা করতে সর্বোচ্চ কাজ হচ্ছে। জনবল বাড়ানো হচ্ছে তীব্র নদীভাঙন এলাকাগুলোতে। দেশের নদীগুলো ড্রেজিং করে নাব্য বাড়াতে প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন। ফলে যেকোনো নতুন প্রকল্পে ড্রেজিংকে রাখা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা শহরের চারপাশের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এগুলোর অবৈধ দখলমুক্ত করা, দূষণরোধ করা ও নাব্য পুনরুদ্ধার করার ক্ষেত্রে কাজে মানে আপস নেই। একইভাবে সারা দেশের নদীগুলো রক্ষা করা হবে।

বন্যা ও নদীভাঙন পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। গুগলের কারিগরি সহায়তায় সারা দেশের বন্যা ও নদীভাঙনের মানচিত্র প্রণয়ন করা হবে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড পরীক্ষামূলকভাবে ৫ দিনের পূর্বাভাস দিচ্ছে। এ সময় আরো বাড়িয়ে কার্যকর করা হবে। আশা করি, এমন সময় আসবে আরো আগাম বন্যার আগাম তথ্য পাওয়া যাবে। এক বছর আগেই হয়তো বলতে পারব কোথায় বন্যা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads