• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
অটিস্টিক শিশুরা সমাজের বোঝা হতে পারে না : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয়

অটিস্টিক শিশুরা সমাজের বোঝা হতে পারে না : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার বিশ্বাস, অটিস্টিক শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা ও স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে। প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। প্রতিবন্ধীদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যারা সুস্থ আছেন, প্রতিবন্ধীদের প্রতি আরো সহানুভূতিশীল হোন। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ান, তারাও আমাদের সমাজের অংশ, আমাদের সম্পদ। তাদের কোনো না কোনো বিষয়ে সুপ্ত প্রতিভা থাকে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিলে তারাও সমাজ ও জাতির জন্য অনেক বড় কাজ করতে পারে। অটিস্টিক শিশুরা সমাজের বোঝা হতে পারে না। তাদের অবহেলা করা যাবে না। তাদের সম্পদ হিসেবে গড়ে তোলার নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অটিস্টিক হয়েও বিশ্বে বিভিন্নভাবে বিখ্যাত ব্যক্তি হওয়ার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অটিজম বিশেষজ্ঞ ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেও অটিজম বিষয়ে খুব একটা জানতাম না। আমি জেনেছি আমার মেয়ের কাছ থেকে। অটিজম বিষয়ে তিনি পুতুলের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন বলেও জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads