• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দ্বিগুণ করার দাবি

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দ্বিগুণ করার দাবি

ছবি : সংগৃহীত

জাতীয়

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দ্বিগুণ করার দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা দ্বিগুণ করা এবং মাসিক ভাতার সমান করে পৃথক ৫টি উৎসব ভাতা দেওয়াসহ মোট ৮টি দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মো. গাজী দেলোয়ার হোসেন বলেন, জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন হলেও অর্থনৈতিক মুক্তি আসেনি। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বান ‘মুক্তির সংগ্রাম’ বলতে  বোঝায় অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, শাসন, ধর্মীয় গোঁড়ামি, উগ্র মৌলবাদ, শোষণ-নির্যাতন, নিরক্ষরতা ও দারিদ্র্যের গ্রাস থেকে জাতিকে মুক্তি দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি কৃষিবিদ শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম প্রমুখ।

দাবিগুলো হলো : মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা দ্বিগুণ করা, মাসিক ভাতার সমপরিমাণ করে ৫টি উৎসব ভাতা প্রদান, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বতন্ত্র ও বিশেষ ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি চালু করা; গণপরিবহন বিশেষ করে রেল, বিআরটিসি ও স্টিমারে বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বিনা ভাড়ায় চিকিৎসা এবং ওষুধসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান, প্রত্যেকটি সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য একটি নির্দিষ্ট বুথ করা; মুক্তিযোদ্ধাদের নামে রাজধানী, সিটি করপোরেশন, পৌর এলাকা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা এবং মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা শহরে একটি বাড়ি অথবা জমি বরাদ্দ করা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads