• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েন

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েন

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ফের বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে। আজ রোববার হতে সীমান্ত রক্ষী বিজিবি নতুনভাবে জনবল নিয়ে দ্বীপটিতে অবস্থান নিয়েছে।

১৯৯৭ সালে সরকার সীমান্ত রক্ষাসহ সেন্টমার্টিনের দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীকে অর্পণ করায় বিজিবি সরে আসে। সেখানে বিজিবি’র বিওপি স্থাপনাটিও তখন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছিলো।

টেকনাফের বিজিবি ২ ব্যাটলিয়নের দায়িত্বরত অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মানব পাচার ও মাদক প্রতিরোধের মত রাষ্ট্রীয় নিয়মিত দায়িত্ব পালনে সেন্টমার্টিনে বিজিবি কার্যক্রম চালু করেছে। তারই অংশ হিসেবে রোববার সেখানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি মিয়ানমারের মানচিত্রে সেন্টমার্টিন নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড, রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা পাচার ও মানব পাচার বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের গুরুত্ব বেড়ে যায়। এসব কারণে সরকারও নতুনভাবে সিদ্ধান্ত নেয় উপকূল রক্ষায় কোস্টগার্ড আর সীমান্ত রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করবে। এতে দ্বীপটি ঘিরে মানব পাচার, ইয়াবাসহ মাদক পাচারসহ নৌ-পথের অপকর্ম দমন করা সহজ হবে মনে করছেন দ্বীপটির চেয়ারম্যান নুর আহমদ। ।

এদিকে, রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশ মোতাবেক রোববার থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তার দায়িত্বে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads