• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইউএনওদের জন্য কেনা হচ্ছে ১০০ গাড়ি

ইউএনওদের জন্য কেনা হচ্ছে ১০০ গাড়ি

প্রতীকী ছবি

জাতীয়

ব্যয় হবে ৫৭ কোটি টাকা

ইউএনওদের জন্য কেনা হচ্ছে ১০০ গাড়ি

  • সাইদ আরমান
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৯

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য নতুন জিপ কিনবে সরকার। সরকারের হয়ে মাঠ প্রশাসনে সেবা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নতুন করে একশ দামি গাড়ি কেনার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, সরকারি যানবাহন অধিদফতরের পুরাতন ৩২৪টি গাড়ি বিনামূল্যে সরকারের অন্য দুটি সংস্থাকে শিগগিরই হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সারা দেশে সরকারের হয়ে জনসেবা দিচ্ছেন ৪২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর জেলা প্রশাসক রয়েছেন ৬৪ জন। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে তারা সরকারের মাঠ প্রশাসনের দায়িত্ব পালন করছে।

সূত্র বলছে, নতুন গাড়ি কেনার জন্য যানবাহান অধিদফতর কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিটি গাড়ির জন্য ৫৬ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় হবে। সে হিসেবে ব্যয় হবে ৫৬ কোটি ৮৭ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে অর্থ ছাড়ে সম্মতি দিয়েছে।

জানা গেছে, পরিবহন পুলকে ৩২৪টি গাড়ি বিনামূল্যে হস্তান্তর করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১টি গাড়ি বিনামূল্যে দেওয়া হবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিটিআরসি)। আর ১২৩টি গাড়ি দেওয়া হবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি)। তবে মাঠ প্রশাসনের জন্য আরো দামি গাড়ি কিনতে চায় পরিবহন অধিদফতর। সংস্থাটি এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলছে, বর্তমান বরাদ্দ দিয়ে মাঠ প্রশাসনের কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ব্যবহার উপযোগী গাড়ি কেনা যাচ্ছে না। তাই বরাদ্দ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন পরিবহন কমিশনার।

সূত্রমতে, চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সরকারি যানবাহন অধিদফতরে একশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দিয়ে যান বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৯০৪ কোটি টাকা পরিচালন ব্যয়। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতনভাতা, পরিবহনসহ, সম্পদ কেনা, পেনশন পরিশোধে চলে যাবে।   

মূলত সরকারের প্রয়োজনে মোটরযান কিনতে একশ কোটি টাকা ছাড় দেওয়া হবে। ছয়টি শর্তে গাড়ি কেনার টাকা ছাড় করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাড়ি কেনার কনডেম কমিটি এ সংক্রান্ত একটি বৈঠক করে এর অনুলিপি অর্থ বিভাগে পাঠাবে। পাশাপাশি কনডেম কমিটি পুরনো গাড়িগুলো অকেজো ঘোষণার পর সেগুলো বিনামূল্যে দিয়ে দেবে। সরকারি সংস্থাগুলো সেগুলো নিয়ে মেরামত করে ব্যবহার করতে পারবে।

ইউএনওদের জন্য কেনা গাড়ির মূল্য নিয়ে দ্বিমত ছিল অর্থ বিভাগের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার নতুন গাড়ি কেনার উদ্যোগ নেয়। এরপর গাড়ি কেনার জন্য অর্থ ব্যয়ের অনুমোদন চাওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের কাছে। অর্থ সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি দেয় সরকারি যানবাহন অধিদফতর। ওই চিঠিতে যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার জানান, মাঠপর্যায়ে প্রশাসনের গতিশীলতা আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ১০০ জিপ গাড়ি কেনা দরকার। এ জন্য অধিদফতরের অনুকূলে বরাদ্দ থেকে অর্থ ব্যয়ে অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

সূত্রমতে, অর্থ বিভাগ এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেনি। যে কারণে প্রাথমিকভাবে কেনার অনুমোদন না দিয়ে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পাঁচটি যৌক্তিক কারণ জানতে চাওয়া হয়। বিশেষ করে ইউএনওদের ব্যবহূত গাড়ি অকেজো বলা প্রসঙ্গে বিস্তারিত জানতে চায় অর্থ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার পর্যায়ক্রমে আরো বেশকিছু গাড়ি কিনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দেবে ব্যবহারের জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য সর্বশেষ ২০০৭-০৮ অর্থবছরে ২০৮টি গাড়ি কেনা হয়। এর আগের অর্থবছরে অর্থাৎ ২০০৬-০৭ সালে কেনা হয় ৪৭টি জিপ গাড়ি। গত ১১ বছর মোট ২৫৫টি গাড়ি কেনা হয় ইউএনওদের জন্য।

সরকারি যানবাহন অধিদফতরের একজন কর্মকর্তা গতকাল রোববার জানান, সরকারি বিধান অনুযায়ী একটি গাড়ির আয়ুষ্কাল ন্যূনতম ৮ বছর। ইউএনওদের ব্যবহূত গাড়িগুলোর আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ ছাড়া গ্রামের রাস্তায় চলাচল করে এসব গাড়ি। ফলে দ্রুত ব্যবহার অনুপযোগী হয়ে যায় গাড়িগুলো।

বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে সরকারি চাকরিজীবীদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধা দিয়েছে। তারা বর্তমানে বাড়ির জন্য স্বল্প সুদে ঋণ পাচ্ছেন। উপসচিবরা বড় অঙ্কের ঋণ পাচ্ছেন গাড়ি কেনার জন্য। বাড়ানো হয়েছে বেতনভাতা। এসব সুযোগ দিয়ে সরকার চায়, দুর্নীতি ও অনিয়ম কমবে। জন সাধারণের সেবা প্রাপ্তি সহজ হবে।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads